ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে অটোচালককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২১:৩৭, ৪ নভেম্বর ২০২০

ঈশ্বরদীতে অটোচালককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার দুপুরে ঈশ^রদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে যাত্রী উঠানোকে কেন্দ্র করে অটোচালকের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় ট্রাফিক মোড়ে যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে মুলাডুলি দরগাপাড়ার মৃত আছের আলীর ছেলে অটোচালক আবুল কাশেম মুলাডুলি শেখপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে অপর অটোচালক সুজনকে (২৩) বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে বেলা দুটার দিকে তার মৃত্যু হয়। এদিকে সুজনের মৃত্যুতে অটোচালকদের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনাজপুরে শ্রমিকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের পাশ থেকে মোজাম্মেল হোসেন (৫০) নামে এক ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী মঙ্গলবার ভোরে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের শেরপুর তেলিপাড়ার নিসা ফিলিং স্টেশনের পশ্চিমে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে, ভবানীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত মোজাম্মেল হোসেন নওগাঁ জেলা সদরের বোয়ালিয়া ইউনিয়নের নতুন সাহাপুর এলাকার হায়দার আলীর ছেলে। কেরানীগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, বুড়িগঙ্গা নদীর মীরেরবাগ খেয়াঘাটের পাশ থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার বেলা ১২টার সদরঘাট নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। নৌ থানার এসআই মোঃ শহিদুল আলম জানান, নিহতের বয়স ২৫ থেকে ৩০ বছর। ধারণা করা হচ্ছে, কয়েকদিন পূর্বে গলাকেটে হত্যার পর লাশ বস্তাবন্দী করে নদীতে ফেলা হয়েছে।
×