ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় দম্পতিসহ নিহত পাঁচ

প্রকাশিত: ২১:৩০, ৪ নভেম্বর ২০২০

কুষ্টিয়ায় দম্পতিসহ নিহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ নবেম্বর ॥ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইবি থানার লক্ষ্মীপুর নামকস্থানে পণ্যবাহী ট্রাক ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই এম্বুলেন্সের যাত্রী। এদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনায় আহত অপর একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন এম্বুলেন্স ড্রাইভার টিপু (৩৫), মফিজ উদ্দীন (৪৮) ও তার স্ত্রী আরবী বেগম (৪০), ইনসান (২৫) ও ইফাত (২৩)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে লক্ষ্মীপুর নামক স্থানের নতুন ব্রিজের কাছে এম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এম্বুলেন্সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং এম্বুলেন্সের দুজন রোগীসহ পাঁচ যাত্রী ভিতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে এম্বুলেন্সের দরজা-জানালা কেটে পাঁচজন যাত্রীর লাশ উদ্ধার করেন। নিহতদের মধ্যে এম্বুলেন্স ড্রাইভার টিপু, মফিজ উদ্দীন ও তার স্ত্রী আরবী বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা এবং ইনসান ও ইফাত যশোর সদর উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানায়। নাম আজানা আহত একজনকে আশঙ্কাজনক আবস্থায় কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া ফায়ার স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্মীপাশা গ্রামের এক রোগী পাবনা মেন্টাল হসপিটালে চিকিৎসা শেষে আত্মীয়-স্বজনসহ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পথে নড়াইলগামী এম্বুলেন্স ও কুষ্টিয়াগামী বিএডিসির বীজ বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এম্বুলেন্সের ড্রাইভার টিপু, এক মহিলা যাত্রী, একজন মানসিক রোগী ও একজন প্রতিবন্ধীসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়ায় আওয়ামী লীগ কর্মী স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বগুড়ার ধুনটে সোমবার রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সালাম শেখ (৫২)। পুলিশ জানায়, রাতে তিনি বিশ^হরিগাছি বাজার থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে বিলকাজুলি গ্রামে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জালশুকা এলাকায় রাস্তার ধারে এক গর্তে পড়ে যান। ঘটনাস্থলেই মার মৃত্যু হয়। আব্দুস সালাম শেখ ধুনট আওয়ামী লীগের ইউনিয়ন সদস্য। নাটোরে বাইকচালক নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের ডাক মারা গোরস্তান এলাকায় সড়ক দুর্ঘটনায় মুকুল আলী ম-ল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে গোরস্তান চন্দ্রকলা আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল আলী ম-ল রুমের ভাগ গ্রামের ওমেদ আলী ম-লের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রাণ কোম্পানি থেকে মাকে নিয়ে ফেরার পথে ডাকমারা গোরস্তান-চন্দ্রকলা আঞ্চলিক সড়কে ইট বোঝাই ট্রলি পিছন থেকে এসে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মুকুল আলী ম-ল মারা যায়। এ সময় মোটরসাইকেল আরোহী মাকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
×