ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করায় বোনকে হুমকি

প্রকাশিত: ২১:২৪, ৪ নভেম্বর ২০২০

ভোলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করায় বোনকে হুমকি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩ নবেম্বর ॥ জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনের বিরুদ্ধে মামলা ও মারধরের অভিযোগে আপন ছোট বোন পাপিয়া চৌধুরী মামলা করায় এবার তাকে হুমকি দিয়েছে। এ ঘটনার বিচার ও পাপনকে গ্রেফতারের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগ সভাপতির একমাত্র ছোট বোন পাপিয়া চৌধুরী। সংবাদ সম্মেলনে পাপিয়া চৌধুরী জানান, ২০১৬ সালে বাবা বাবুল চৌধুরী মারা যাওয়ার পরে আমার বড় ভাই পাপন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে গোপনে ভোলা পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ করে সব সম্পত্তি নিজের নামে নেয়ার চেষ্টা করে। এমনকি এসি ল্যান্ড অফিসের সামনে আমাকে গালমন্দ করে ও হুমকি দেয়। এ ঘটনায় আমি উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করি। এ ঘটনার পর গত ৩১ অক্টোবর দুপুরে আমার কালীবাড়ি রোডের বাসায় এসে আমাকে মারধর করে ও আমার ব্যবহৃত দুটি মোবাইল ও টাকা নিয়ে যায়। এতে বাধা দিলে আমার স্বামীকেও মারধর করে। এ ঘটনায় গত ১ নবেম্বর আমি বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা দেই। কিন্তু পুলিশ তাকে এখনও গ্রেফতার করতে পারেনি। উল্টো মামলা করায় পাপনের পক্ষ থেকে তাদের চাচা আলামিন চৌধুরী পাপিয়ার বাসায় গিয়ে হুমকি দেয়।
×