ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিজিডির আত্মসাত করা অর্থ ফেরতের দাবিতে সমাবেশ

প্রকাশিত: ২১:২৪, ৪ নভেম্বর ২০২০

ভিজিডির আত্মসাত করা অর্থ ফেরতের দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে সরকারের ভিজিডি কর্মসূচী বাস্তবায়নকৃত স্থানীয় বেসরকারী এনজিও কিরারা নো কাই কর্তৃক দুস্থ নারীদের আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় উপকারভোগী নারীরা। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় নাগেশ^রী উপজেলার ভিতরবন্দ ও হাসনাবাদ ইউনিয়নের কয়েকশ’ উপকারভোগী দুস্থ নারী। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ফাতেমা আক্তার, ঝর্ণা বেগম, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবুল, নাগরিক কমিটির সভাপতি প্রভাত কুমার ভৌমিক প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে দুস্থ উপকারভোগী নারীরা একটি মিছিল সহকারে আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবি সংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমানের কাছে হস্তান্তর করে। সমাবেশে বক্তারা বলেন, ২০১৭-২০১৮ সালের ভিজিডি চক্রের হাসনাবাদ, ভিতরবন্দ, নেওয়াশী, সন্তোষপুরসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক দুস্থ নারী উপকারভোগীদের সঞ্চয়ী অর্থ ব্যাংকে জমা না করে বাস্তবায়নকৃত এনজিও কিরারা নো কাই আত্মসাত করে। সেই অর্থ ফেরতের জন্য নারী ও মহিলা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করেও এসব দুস্থ মহিলা তাদের জমাকৃত প্রায় ১৫ লাখ টাকা ফেরত পায়নি। এরই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচী গ্রহণ করে।
×