ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যানেল আইতে ‘নজরুল উৎসব’

প্রকাশিত: ২১:০১, ৪ নভেম্বর ২০২০

চ্যানেল আইতে ‘নজরুল উৎসব’

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে চ্যানেল আই শুরু করতে যাচ্ছে গবেষণাভিত্তিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’। অনুষ্ঠানটি প্রচার হবে আজ বুধবার থেকে প্রতি সপ্তাহে রাত ১১.৩০ মিনিটে। অনুষ্ঠানে প্রাধান্য পাবে নজরুলের গান, কবিতা, উপন্যাস, গল্প, চিঠিপত্র, নজরুল বিষয়ে আলোচনা, নজরুলের জীবনী থেকে প্রতিপর্বে থাকবে স্মৃতিচারণ। এ অনুষ্ঠানেই আরও একটি পর্বে স্থান পাবে স্কুলভিত্তিক নজরুল চর্চা। অনুষ্ঠানটির প্রচার উপলক্ষে চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানটির সঞ্চালক এবং পরিকল্পক বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কবি নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী এবং ‘নজরুল উৎসব’র পৃষ্ঠপোষক ‘বাঁশরি’র প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার ড. খালেকুজ্জামান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, কবি, আবৃত্তিকার, নজরুল গবেষক প্রমুখ।
×