ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউজিসির নির্দেশনা

প্রকাশিত: ২৩:২২, ৩ নভেম্বর ২০২০

ইউজিসির নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স ফাইনালের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার বিষয়ে ৭ দফা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি জানিয়েছে, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতি প্রলম্বিত হওয়া এবং শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত কর্মজীবনের জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে। ইউজিসির বেসরকারী বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, শুধু অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
×