ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ২৩:১৮, ৩ নভেম্বর ২০২০

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের কর্মসূচী ঘোষণা

মুজিবশতবর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জাতীয় কর্মসূচীর সঙ্গে সঙ্গতি রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সুবর্ণজয়ন্তী ও গণপ্রকৌশল দিবস-২০২০ এর বছরব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ঢাকার কাকরাইলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান জানান, আগামী ৮ নবেম্বর ঢাকায় আইডিইবি ভবনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল এমপি বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করবেন। একইদিন বিকেল ৪টায় প্রতিপাদ্যের আলোকে আলোচনা ও বছরব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তিনি জানান, সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প এগিয়ে নিতে সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতির সম্ভাবনার যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিবশতবর্ষে ৮ নবেম্বর ২০২০ গণপ্রকৌশল দিবস ও সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়ে ৮ নবেম্বর ২০২১ পর্যন্ত ‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ প্রতিপাদ্য এবং বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে দেশব্যাপী ১০০টি সেমিনার, পরিবেশ রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণ বিষয়ক লিফলেট বিতরণ এবং দেশব্যাপী ৫০ হাজার ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ, দেশের প্রান্তিক পর্যায়ের গৃহহীনদের জন্য ন্যূনতম ৫০টি গৃহনির্মাণ ও হস্তান্তর, দেশের সকল জেলায় আইডিইবি’র উদ্যোগে বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ প্রদান, বাংলাদেশ-ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, খুলনা ও বাংলাদেশ ভারত ডেইরি এ্যান্ড ফুড প্রসেসিং ইনস্টিটিউট, সিরাজগঞ্জের মাধ্যমে বিনামূল্যে জনসাধারণকে বিভিন্ন মেয়াদী দক্ষতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও সোনার বাংলা বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধে আইডিইবি, বঙ্গবন্ধুর ছবি, মুক্তিযুদ্ধের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে প্রযুক্তিকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব, বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিকদের আইডিইবি স্বর্ণপদক প্রদান, কোভিড-১৯, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, উচ্চ রক্তচাপ, মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও ফ্রি স্বাস্থ্যসেবা কর্মশালা এবং জনগণের মধ্যে ৫০ হাজার মাস্ক বিতরণ, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। উল্লেখ্য, ইনস্টিটিউশনের ৬৪টি জেলা ও সাতটি সাংগঠনিক জেলা, ৪৮৫টি উপজেলা এবং শতাধিক সার্ভিস এ্যাসোসিয়েশনের মাধ্যমে দেশব্যাপী বর্ণিত কর্মসূচী পালন করা হবে। -বিজ্ঞপ্তি
×