ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগীয় তদন্ত করে রায়হান হত্যাকারীদের শাস্তি দিন

প্রকাশিত: ২৩:১৬, ৩ নভেম্বর ২০২০

বিচার বিভাগীয় তদন্ত করে রায়হান হত্যাকারীদের শাস্তি দিন

স্টাফ রিপোর্টার ॥ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সিলেটে রায়হান হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবারের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের সাক্ষাতোত্তর সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে রায়হানের হত্যা ও তদন্ত সম্পর্কে বাম জোটের পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, আকবর খান, ফখরুদ্দিন কবির আতিক, মনিরউদ্দীন পাপ্পু, হামিদুল হক, শহিদুল ইসলাম সবুজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নিপীড়ন করে হত্যার ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকেই বাম গণতান্ত্রিক জোট সিলেট শাখা ও জোটের শরিক দল ও তাদের ছাত্র-যুব-সাংস্কৃতিক গণসংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মধ্য দিয়ে রায়হানের পরিবার ও আখালিয়াবাসীর আন্দোলনের সঙ্গে যুক্ত। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গত ২৮ অক্টোবর সিলেটে গিয়ে রায়হানের শোকসন্তপ্ত মা সালমা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাত করে তাদের বক্তব্য শোনেন। জোট নেতৃবৃন্দ নিহত রায়হান আহমদের মায়ের দাবিগুলোর সঙ্গে পরিপূর্ণ ঐকমত্য পোষণ করেন।
×