ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে তিনজনের আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩:১৬, ৩ নভেম্বর ২০২০

রাজধানীতে তিনজনের আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে এক স্কুলছাত্রীসহ তিনজন আত্মহত্যা করেছে। এদিকে কদমতলীতে সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে মিরপুর শেওড়াপাড়া এলাকায় নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মায়ের বকাঝকায় অভিমান করে রাজধানীর মগবাজারে আহির বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত আহির টাঙ্গাইলের মির্জাপুর ভারতেশ্বরী হোমস্ স্কুলের ১০ম শ্রেণীতে পড়াশোনা করত। তার বাবার নাম ডাঃ রঞ্জিত বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেসরকারী একটি হাসপাতালের সহযোগী অধ্যাপক। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার শষিকর গ্রামে। এদিকে একইদিন ভোরে মতিঝিল টিএ্যান্ডটি কলোনিতে বিল্লাল হোসেন (৪০) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জয়নাল আবেদীন জানান, কুমিল্লার চান্দিনার আব্দুল খালেকের ছেলে বিল্লাল হোসেন। এক মেয়ে ও স্ত্রী পরিবার নিয়ে মতিঝিল টিএ্যান্ডটি কলোনির জি ১২/১/২ নম্বর বাসার নিচতলায় ভাড়া থাকত। ফকিরাপুল এলাকার একটি ওয়ার্কশপে কাজ করত সে। অন্যদিকে রবিবার গভীররাতে সবুজবাগ এলাকার সোনিয়া আক্তার সুমি (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ওই সময় পুলিশ স্থানীয় কদমতলা আট নম্বর লেনের বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। সবুজবাগ থানার এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, সুমির স্বামী শামীম সরদারকে নিয়ে স্থানীয় কদমতলা আট নম্বর লেনে একটি বাসার ভাড়া থাকতো। সুমির বাবার বাড়ি বাগেরহাট জেলায়। বাবার পছন্দমতো চার মাস আগে শামীমের সঙ্গে সুমির বিয়ে হয়। শামীম কিছুটা এবনরমাল ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরা ম্যানের কাজ করতেন শামীম। বিয়ের পর থেকে সুমি তার স্বামী শামীমকে কিছুতেই মেনে নিতে পারছিল না। সবসময় স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করত। এই নিয়ে রবিবার রাতে সুমির বাবা এসে তাকে বকাঝকা করে। সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ॥ রাজধানী কদমতলীতে সড়ক দুর্ঘটনায় সাদিয়া আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম সাইফুল আলম। গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সরকারপাড়া গ্রামে। স্থানীয় ঢাকা ম্যাস পাওয়ার হাউজিং এলাকায় শাহীন মিয়ার বাড়িতে ভাড়া থাকত তারা। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে মঞ্জু ওরফে মরণ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মোস্তফা মিয়া। গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মমানসা গ্রামে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার ॥ রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
×