ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমালোচিত ‘ট্রিপল আর’ টিজার

প্রকাশিত: ২১:০৪, ৩ নভেম্বর ২০২০

সমালোচিত ‘ট্রিপল আর’ টিজার

সংস্কৃতি ডেস্ক ॥ পরিচালক এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। গত ২২ অক্টোবর সিনেমাটির ইন্ট্রো লুক টিজার প্রকাশিত হয়েছে। ইউটিউবে ১ মিনিট ৩২ সেকেন্ড টিজারে কোমারাম ভীম চরিত্রে জুনিয়র এনটিআরকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। টিজারের প্রথমে আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমের গেরিলা যুদ্ধের কৌশল দেখানো হলেও পরে এনটিআরের মাথায় মুসলিমদের ‘ফেজ টুপি’ দেখা যায়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কোমারাম ভীমের নাতি সোনে রাও। তারপর বেশ কিছুদিন কেটে গেলেও এ বিষয়ে তেমন কোন আলোচনা শোনা যায়নি। এবার টিজারে জুনিয়র এনটিআর-এর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তেলেঙ্গানা রাজ্যের বিজিপি সভাপতি ও করিমনগরের সাংসদ সঞ্জয় কুমার। পরিচালক রাজামৌলি যদি এই দৃশ্যসহ সিনেমাটি মুক্তি দেন তবে সিনেমা হল পুড়িয়ে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে। রাজামৌলি সিনেমাটি যখন নির্মাণ শুরু করেন তখন পরিষ্কারভাবে জানান, আদিবাসী নেতা কোমারাম ভীম ও আল্লুরি সিতারামা রাজুকে নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। তবে এটি কারও বায়োপিক নয়। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মাসের মাঝামাঝি সময় হায়দরাবাদের রামোজি রাও স্টুডিওতে ‘ট্রিপল আর’ সিনেমার শূটিং শুরু হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগন। পাশাপাশি আছেন রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, এ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী বছরের মাঝামাঝি সময় ‘ট্রিপল আর’ মুক্তির কথা রয়েছে।
×