ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভার্সিটিতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ০০:৪৪, ২ নভেম্বর ২০২০

ভার্সিটিতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ সমন্বতি ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন, আর্থিক সাশ্রয়, পরীক্ষা দিতে গিয়ে আবাসনের সমস্যাসহ বহু কারণে দীর্ঘদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেবার চেষ্টা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করে আসছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সভাপতিত্বে সভায় আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার প্রমুখ। মন্ত্রী বলেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে তাদের ঐকমত্যও জানিয়েছে।
×