ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈদেশিক মিশনে সেবা না পেয়ে কোন বাংলাদেশী যেন ফেরত না যান ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০০:৪০, ২ নভেম্বর ২০২০

বৈদেশিক মিশনে সেবা না পেয়ে কোন বাংলাদেশী যেন ফেরত না যান ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের বৈদেশিক মিশনে সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশীদের কেউ যেন সেবা না পেয়ে ফেরত না যান। তাদের সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে শ্রম উইংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে দু’সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম একথা বলেন। সূত্র জানিয়েছে, সামনের দিনগুলোতে কোভিড-১৯’র দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কার কারণে আগেই প্রস্তুতি নিচ্ছে সরকার। বিদেশ থেকে আসা কোন ব্যক্তির মাধ্যমে যাতে দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাস ছড়াতে না পারে সেটি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটি প্রবাসী কর্মীদের করোনা বিষয়টি দেখবেন। রবিবার এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। গোটা বিষয়টি পর্যবেক্ষণ এবং এই সম্পর্কিত করণীয় কি, এ বিষয়ে কমিটি সুপারিশ করবে। যুক্তরাজ্যে দ্রুতগতিতে কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে কিন্তু ঢাকা-লন্ডন ফ্লাইট চালু এই বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর কয়েকটি দেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ওই দেশগুলোর বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবে গঠিত কমিটি। ফেব্রুয়ারি ও মার্চে ইতালি থেকে আসা বাংলাদেশীদের বিক্ষোভের কারণে সরকার তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করেনি, এবারও সেই ধরনের পরিস্থিতি হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, এবার শক্তভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। কোভিডের কারণে স্বাস্থ্য কর্মী, মন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিকসহ অনেককে আমরা হারিয়েছি।
×