ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী হাসপাতালে করোনা চিকিৎসা ফ্রি করা হয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২১:৫০, ২ নভেম্বর ২০২০

সরকারী হাসপাতালে করোনা চিকিৎসা ফ্রি করা হয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ করোনা মোকাবেলায় সাধারণ মানুষের জন্য সরকার সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেন, পরীক্ষার জন্য নামমাত্র ফি নির্ধারণ করার পাশাপাশি সরকারী হাসপাতালে করোনা চিকিৎসা ফ্রি করা হয়েছে। এই মহামারীর সময়ে দেশের মানুষের জন্য সরকার সরকারীভাবে একজন সাধারণ রোগীর জন্য গড়ে সাড়ে ১৫ হাজার টাকা এবং একজন আইসিইউ ইউনিটে থাকা রোগীর জন্য ৪৭ হাজার টাকা ব্যয় করেছে। ফলে করোনাকালীন মহামারীতে দেশের সাধারণ মানুষ ভীষণ উপকৃত হয়েছে। রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচী (এসএসকে) সম্পর্কে অংশীজনদের অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×