ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিত্রশিল্পী মোবিনুল আজিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২৩:৪৭, ১ নভেম্বর ২০২০

চিত্রশিল্পী মোবিনুল আজিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ স্বল্পায়ু জীবনেও কেউ কেউ রেখে যান অমর সৃষ্টির স্বাক্ষর। ছোট সেই জীবন অধ্যায়টিও হয়ে ওঠে তাৎপর্যময়। শরীরী অস্তিত্ব না থাকলেও মনন ও সৃজনশীলতায় বেঁচে থাকেন দীর্ঘদিন। সৃষ্টির নেশায় বিভোর এমনই এক চিত্রশিল্পী মোবিনুল আজিম। সংক্ষিপ্ত জীবন পরিক্রমায় মাত্র ৪১টি বসন্ত পার করেছিলেন। তবে সেই স্বল্পায়ু জীবনটাকেই রাঙিয়েছিলেন সৃষ্টির বৈভবে। রংমাখা তুলির আঁচড়ে আঁচড়ে সৃজন করেছিলেন অনেক শিল্প। নিরীক্ষা ও সৃজন কৌশলে গত শতকের ষাটের দশকে পাক-ভারত উপমহাদেশের চিত্রকলা ভুবনে দীপ্তি ছড়িয়েছেন এই চারুশিল্পী। বাংলাদেশের চিত্রকলার অগ্রগণ্য এই চিত্রকর দেশ-বিদেশের অনেক পুরস্কার পেলেও দীর্ঘদিন বঞ্চিত ছিলেন রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে। আর দীর্ঘ সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ বছরই শিল্পীকে রাষ্ট্রীয় সম্মান মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ১৯৭৫ সালের ১ নবেম্বর মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী। বনানীর একটি বাসায় থাকেন শিল্পীর জীবনসঙ্গী মমতাজ আজিম। শিল্পীর সৃষ্টিকর্ম দিয়ে সাজানো সে বাসার চার দেয়াল। নদীর ঘাটে সারি বাঁধা নৌকা, ছন্দোময় বসন্তের দৃশ্যকাব্য, আবহমান গ্রাম বাংলার মন ভোলানো নিসর্গ-শিল্পীর আঁকা এমন ৭-৮টি ছবি এখনও পরম যতেœ আগলে রেখেছেন শিল্পীর সহধর্মিণী।
×