ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন বছরে নতুন ১২ লাখ অভিবাসী নেবে কানাডা

প্রকাশিত: ২২:৫৪, ১ নভেম্বর ২০২০

তিন বছরে নতুন ১২ লাখ অভিবাসী নেবে কানাডা

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী তিন বছরের মধ্যে নতুন ১২ লাখের বেশি অভিবাসীকে নিজ দেশে নেয়ার পরিকল্পনা করছে কানাডা। শুক্রবার দেশটির কেন্দ্রীয় অভিবাসনমন্ত্রী মার্কো মেন্দিসিনো জানিয়েছেন, করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত শ্রম বাজারের ঘাটতি পূরণ এবং অর্থনীতিতে গতি আনতে এই পরিকল্পনা করা হচ্ছে। খবর আল-জাজিরার। রাজধানী অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেন্দিসিনো বলেন, সরকারের লক্ষ্য হলো ২০২১ সালে চার লাখ এক হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ, ২০২২ সালে আরও চার লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও চার লাখ ২১ হাজার অভিবাসীকে গ্রহণ করা। মার্কো মেন্দিসিনো বলেন, কানাডার আরও কর্মী দরকার আর তা পূরণের উপায় হলো অভিবাসন। তিনি বলেন, ‘মহামারীর আগে অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেয়ার লক্ষ্য ছিল উচ্চাকাক্সক্ষা। এখন এটি সাধারণভাবেই গুরুত্বপূর্ণ।’ ইউনিভার্সিটি অব ক্যালগারি স্কুল অব পাবলিক পলিসির অভিবাসন নীতি বিষয়ক গবেষক এবং একজন শরণার্থী রবার্ট ফ্যালকোনার শুক্রবার এক টুইট বার্তায় লিখেছেন, সরকার যদি লক্ষ্য পূরণ করতে পারে তাহলে ১৯১১ সালের পর আগামী তিন বছরে অভিবাসী নেয়ার রেকর্ড তৈরি হবে। পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে জারি করা নোটিসে অটোয়া বলেছে, ২০২১ সালে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে সক্ষম নতুন ২ লাখ ৩২ হাজার পাঁচ শ’ অভিবাসীকে স্বাগত জানানো হবে, এর পাশাপাশি বর্তমানে কানাডায় অবস্থানরতদের পরিবারের সদস্য নেয়া হবে এক লাখ ৩ হাজার পাঁচ শ’ জন। শরণার্থী এবং অন্যান্য সুরক্ষিত ব্যক্তি নেয়া হবে ৫৯ হাজার পাঁচ শ’ জন। এছাড়া মানবিক কারণে নেয়া হবে আরও পাঁচ হাজার পাঁচ শ’ জনকে। দীর্ঘদিন থেকেই কানাডার অভিবাসন সিস্টেমকে মডেল হিসেবে দেখা হয়ে থাকে। ঐতিহাসিকভাবেই দেশটি দক্ষ কর্মীদের পাশাপাশি শরণার্থী এবং ইতোমধ্যে সেদেশে থাকা মানুষের পরিবারের আগ্রহী সদস্যদের গ্রহণ করে থাকে। কোভিড-১৯ মহামারীর কারণে এই বছরের মার্চে বেশিরভাগ অভিবাসীর জন্যই নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় কানাডা। আগস্টজুড়ে দেশটি নতুন এক লাখ ২৮ হাজার ৪২৫ জন নতুন আগতকে স্বাগত জানিয়েছে।
×