ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যায় স্বামী আটক

প্রকাশিত: ২১:৫৪, ১ নভেম্বর ২০২০

স্ত্রী হত্যায় স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩১ অক্টোবর ॥ টাঙ্গাইলের নাগরপুরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জয়নাল আবেদীন বাবুকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার রাতে অগ্নিদগ্ধ স্ত্রী রোজিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পর শনিবার সকালের দিকে মারা যায় সে। পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ বছর আগে উপজেলার ভারড়া ইউনিয়নের রেহাই মীর কুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে মাটিকাটা শ্রমিক জয়নাল আবেদীন বাবুর সঙ্গে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের মজের আলীর মেয়ে রোজিনার (২২) সঙ্গে বিয়ে হয়। দুই জঙ্গী গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। শুক্রবার এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এটিইউ এর মিডিয়া এ্যান্ড এ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একজন হচ্ছে, নোয়াখালী জেলর বেগমগঞ্জ থানার বানাবাড়িয়া গ্রামের সিরজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৮)। সে নোয়াখালী জেলার আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক হিসেবে গত দুই বছর ধরে দায়িত্ব পালন করছিল।
×