ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু মঞ্চের পাশে তৈরি হবে ইন্দিরা মঞ্চ

প্রকাশিত: ২১:৫১, ১ নভেম্বর ২০২০

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু মঞ্চের পাশে তৈরি হবে ইন্দিরা মঞ্চ

স্টাফ রিপোর্টার ॥ মাত্র ৯ মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ইন্দিরা গান্ধীর প্রচেষ্টা অনস্বীকার্য। যে মহিয়সী নারী আমাদের মহান স্বাধীনতায় এত অবদান রাখলেন তাকে আমরা সেভাবে স্মরণ করতে পারিনি। তার নামে কিছু করতে পারিনি, বানাতে পারিনি। তবে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ইন্দিরা মঞ্চ তৈরি করব। বঙ্গবন্ধু মঞ্চের পাশেই এই মঞ্চটি তৈরি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত ইন্দিরা গান্ধীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএসএমএমইউ’র সাবেক ভিসি ডাঃ কামরুল হাসান, সাবেক রাষ্ট্রদূত ও সংগঠনটির আহ্বায়ক নিম চন্দ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা ড. ফজলে এলাহী প্রমুখ। মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য বহির্বিশ্বে জনমত গঠন করে ইন্দিরা গান্ধী অনবদ্য অবদান রেখেছেন। ইন্দিরা গান্ধী যখন স্বাধীনতার পক্ষে অবস্থান নেন তখন ভারতের কিছু ব্যক্তি বাধা তৈরি করে।
×