ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুগদায় যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২১:৫০, ১ নভেম্বর ২০২০

মুগদায় যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে মোহাম্মদপুরে ভাঙ্গারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মুগদায় মাহবুবুল আলম সজল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিবার জানায়, মাদক সেবনের কারণে তার মৃত্যু হতে পারে। তার বাবার নাম বেলায়েত হোসেন। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। তিনি মহাখালী আমতলী এলাকার একটি মেসে থাকতেন। শুক্রবার রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মামাতো ভাই সোহেল মিয়া জানান, সে হিসাববিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করে বনানীতে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করত। তিনি জানান, শুক্রবার অফিস বন্ধ থাকায় বিকেলে ঘুরতে বের হয়। একপর্যায়ে মুগদায় আমার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলে আমি অসুস্থ বোধ করছি, মাদক সেবন করেছি। বলতে বলতে সে অচেতন হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান জানান, বিষয়টি রহস্যজনক। থানা পুলিশ জানার পর সজলের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। শনিবার দুপুরে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দগ্ধ একজনের মৃত্যু ॥ রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় ভাঙ্গারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফারুক আহম্মদ (৩৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েেেছ। শুক্রবার রাত পৌনে ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
×