ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে ব্যাপক শূন্যতা, জনগণের আকাঙ্খা পূরণের দল নেই ॥ গণফোরাম

প্রকাশিত: ২১:৫০, ১ নভেম্বর ২০২০

রাজনীতিতে ব্যাপক শূন্যতা, জনগণের আকাঙ্খা পূরণের দল নেই ॥ গণফোরাম

স্টাফ রিপোর্টার ॥ নিজেদের মধ্যে সকল প্রকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ গণফোরাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির (মন্টু-সুব্রত) এক অংশের নেতারা। শনিবার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশব্যাপী সাংগঠনিক মাস’র উদ্বোধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু। এই বৈঠকে অংশ নিয়ে নেতারা এ আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা ও দলের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, নির্বাহী সভাপতি ও ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর (অব.) আসাদুজ্জামান বীর প্রতীক, ক্যাপ্টেন মহিউদ্দীন কাদের, খান সিদ্দিকুর রহমান, আইয়ুব খান ফারুক, আতাউর রহমান, হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, আঃ বাতেন খান, মির্জা হাসান, রওশন ইয়জদানী, আব্দুল আওয়াল, নাসির হোসেন, মাওলানা নাজিমউদ্দীন আজহারী, তাজুল ইসলাম, জান্নাতুল মাওয়া, মুহাম্মদ উল্লাহ মধু, ইউসুফ ব্যাপারী, সানজিদ রহমান শুভসহ অন্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, রাজনীতিতে ব্যাপক শূন্যতা চলছে। জনগণের আকাক্সক্ষা পূরণের দল নেই। সরকারী দল সিন্ডিকেটের ওপর ভর করে দেশ চালাচ্ছে। মূল বিরোধী দল নেত্রীর মুক্তি আন্দোলন নিয়ে ব্যস্ত। গণদাবি পূরণের সঙ্কট। এ অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। ব্যবসায়ীরা রাজনীতি ও সংসদ নিয়ন্ত্রণ করছে। ৯৫ ভাগ ব্যবসায়ী ও ৫ ভাগ রাজনীতিবিদ সংসদে। নেতৃবৃন্দ আরও বলেন, বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, ব্যাংক খালি হয়ে যাচ্ছে। ব্যবসায়ী, সরকারী চাকরিজীবী ও লোভী রাজনীতিবীদরা একত্রে সিন্ডিকেট লুটপাটের সঙ্গে যুক্ত। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কল্যাণমূখী সমাজ বিনির্মাণে কাজ করছি। প্রতিটি মানুষ ভাই ভাই হিসাবে নিজ নিজ ধর্ম পালন করবে। কোন সাম্প্রদায়িক মনোভাব থাকবে না, এটাই আমাদের প্রচেষ্টা। গণফোরামকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে একটি দুষ্ট চক্র দীর্ঘদিন থেকে চক্রান্ত করছিল উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তারা আজ বিচ্ছিন্ন ও বিভক্ত। কালো মেঘের ছায়া দূরীভূত হচ্ছে। রাজনীতিতে ছাত্র-যুব, মহিলাদের আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে। রাজনীতি সুস্থ মানুষের জন্য। গণফোরাম সুস্থধারার রাজনীতির মাধ্যমেই মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। আসুন বিভেদ নয় ঐক্যবদ্ধভাবে গণফোরামকে গণমানুষের দল হিসেবে গড়ে তুলি।
×