ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহানবীকে ব্যঙ্গ করার প্রতিবাদে রাজধানীতে ফ্রান্সবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ২১:৪৯, ১ নভেম্বর ২০২০

মহানবীকে ব্যঙ্গ করার প্রতিবাদে রাজধানীতে ফ্রান্সবিরোধী বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে ফ্রান্সবিরোধী বিক্ষোভ করেছেন ইসলামপন্থী বিভিন্ন সংগঠন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে পল্টন ও বিজয়নগর এলাকাসহ বিভিন্ন এলাকার মসজিদ থেকে বের হওয়া এসব মিছিল সমাবেশে অংশ নিয়েছেন অসংখ্য মুসল্লি। হেফাজতসহ বিভিন্ন উগ্র সাম্প্রদায়িক সংগঠনের ব্যানারেও কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীতে ঢাকা থেকে ফরাসী দূতাবাস সরিয়ে দেয়া এবং ফরাসী পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি সরকারকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বের হয় মিছিল। মিছিলকারীদের কারও হাতে প্ল্যাকার্ড, কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিল স্লোগান সম্বলিত কাপড়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন, কাকরাইল, বিজনগরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্লোগান দেয়া হয়, ‘বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’, ‘জেগেছে রে জেগেছে, মুসলমান জেগেছে’, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ফ্রান্সের দূতাবাস’ ইত্যাদি। কোন কোন সংগঠন রাস্তায় অস্থায়ী মঞ্চ বানিয়ে জমায়েত করেছে সড়কে। একটি সমাবেশে সভাপতির বক্তৃতায় সম্মিলিত ইসলামী দলগুলোর সহসভাপতি আবু তাহের জিহাদি আল কাশেমী সরকারের উদ্দেশে বলেছেন, তাদের দাবি না মানলে সামনে আরও আন্দোলনের কর্মসূচী দেবেন তারা। ঢাকা থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে দিন। নতুবা আন্দোলন যেভাবে শুরু হয়েছে তাতে ফ্রান্সের পক্ষ নিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। লালবাগ মসজিদ থেকে মিছিল করেন আরেক দল ইসলামপন্থী। পলাশীর মোড় ঘুরে এ মিছিল সমবেত হয় শহীদ শাহ মাজারে। পথে পথে বিভিন্ন মসজিদ থেকে সাধারণ মানুষ যোগ দেন এ বিক্ষোভে। বিক্ষোভ সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। শুক্রবার সকালে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভা-ারিয়ার’ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে। এ সময় ফ্রান্সে মহানবী (সা.) কে ব্যঙ্গ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভা-ারিয়ার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ শাহ্সূফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দীন আহমদ মাইজভা-ারী (মা. জি. আ.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। মহানবী (সা.) এর তাৎপর্যপূর্ণ জীবনী তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ভালবাসার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এর মাধ্যমে জনমত সৃষ্টি করতে হবে। রাজধানীর বাইরে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ফতুলায় বিভিন্ন এলাকার মসজিদ থেকে খ- খ- মিছিল বের হয়ে পঞ্চবটি এলাকায় জড়ো হয়ে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করেন মুসল্লিরা। একই সময় নগরীর চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশ পুতুল দাহ করে বিক্ষোভ করেন একদল।
×