ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু

প্রকাশিত: ২১:৪৭, ১ নভেম্বর ২০২০

বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকার দুই যাত্রীর নদীতে পড়ে মৃত্যু হয়েছে। তারা হলেন- আবু হানিফ (৩৬) ও খলিলুর রহমান (৬০)। শনিবার দুপুরে বন্দর স্কুলঘাট এলাকা থেকে নিখোঁজের দুদিন পর আবু হানিফের লাশ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় খলিলুর রহমান নামে আরেক যাত্রী নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বন্দরের স্কুলঘাট এলাকায়। নারায়ণগঞ্জ নৌ থানা পুুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী নৌকা কয়েক যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় একটি বালুবাহী বাল্কহেড ওই যাত্রীবাহীকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী নৌকার কয়েক যাত্রী প্রাণের ভয়ে নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় খলিলুর রহমান নামে এক যাত্রী আহত হয়। তাকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সে মারা যায়। একই ঘটনায় আবু হানিফ নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়। পরে আবু হানিফের লাশ দুদিন পর শনিবার দুপুরে বন্দরের স্কুলঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক বালুবাহী বাল্কহেডটি আটক করা হয়েছে এবং ওই বাল্কহেডের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
×