ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-১ উপনির্বাচন ॥ প্রচারে সরগরম

প্রকাশিত: ২১:৩২, ১ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জ-১ উপনির্বাচন ॥ প্রচারে সরগরম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা প্রচারে মাঠে নেমেছেন। প্রচারে এখন অনেকটাই সরগরম। তবে আওয়ামী লীগের প্রচারের তুলনায় বিএনপি এখনও প্রচার কাজে তলানীতেই রয়েছে। ইভিএম পদ্ধতিতে এ আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ নবেম্বর ভোট হবে। গত ১৩ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুজনিত কারণে এই আসনটি শূন্য হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) এবং বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা (ধানের শীষ) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। গত ২৩ অক্টোবর প্রতীক বরাদ্দ নিয়ে এ ২ প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন এবং তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এর আগে স্ব স্ব প্রার্থীর পক্ষে এ উপনির্বাচন পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।
×