ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু

প্রকাশিত: ২১:৩১, ১ নভেম্বর ২০২০

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ রেললাইনের বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ট্রেনে কাটা পড়ে মারা গেছে এক মা ও তার তিন বছরের শিশু পুত্র। এ সময় আহত হযেছে ১২ বছরের আরেক শিশু কন্যা। গুরুতর আহত শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক জানান, রেললাইন পার হওয়ার সময় শনিবার দুপুর পৌনে ১টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ময়মনসিংহ সদরের দাপুনিয়া কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন (২৮) ও তার তিন বছরের শিশু পুত্র সানী। দুর্ঘটনায় আহত হয়েছে ইয়াসমিনের শিশু কন্যা শিল্পী। নিহত ইয়াসমিন দাপুনিয়া থেকে তার দুই শিশু সন্তান নিয়ে গত দুদিন আগে নগরীর কেওয়াটখালি এলাকার মামার বাড়িতে বেড়াতে এসে শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে বের হলে এই দুর্ঘটনার শিকার হন।
×