ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতনা ও মরিচ্চাপ খনন

টিআরএম বহাল রাখার দাবিতে নাগরিক সমাবেশ

প্রকাশিত: ২১:৩১, ১ নভেম্বর ২০২০

টিআরএম বহাল রাখার দাবিতে নাগরিক সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জলাবদ্ধতায় সাতক্ষীরার জনদুর্ভোগ কমাতে বেতনা ও মরিচ্চাপ নদী ভরাট রোধ ও খনন প্রকল্পে ‘টিআরএম’ (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) অন্তর্ভুক্ত করার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পে সরকারের বরাদ্দকৃত ৪ বছর মেয়াদী ৪৭৫ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেয়া হলেও এই প্রকল্প থেকে টিআরএম বাদ দেয়া হয়েছে। পানি কমিটি সাতক্ষীরার আয়োজনে শনিবার বেলা ১১টায় শহরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নাগরিক সংলাপে টিআরএম বহালের দাবি জানানো হয়। বেতনা ও মরিচ্চাপ নদী বাঁচাও আন্দোলন কমিটির সভপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম সফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম, উত্তরণ নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ নেতৃবৃন্দ আলোচনা করেন।
×