ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে ॥ কেসিসি মেয়র

প্রকাশিত: ২১:৩০, ১ নভেম্বর ২০২০

পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে ॥ কেসিসি মেয়র

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কোন চাপ সৃষ্টি করা যাবে না। পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। অন্যায়ভাবে কোন নিরীহ জনগণ হয়রানির শিকার না হয় সে দিকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর রাখতে হবে। তিনি বলেন, দেশ ও জনগণের প্রতি পুলিশ বাহিনীর দায়বদ্ধতা রয়েছে। তিনি শনিবার সকালে খুলনা বয়রার মেট্রোপলিটন পুলিশ লাইন সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পুলিশিং ডের এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’। কেসিসি মেয়র বলেন, বর্তমান সরকারের শক্ত অবস্থানের কারণে দেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকলে দেশের আইনশৃঙ্খলা ভাল থাকবে। সন্ত্রাস ও মাদক কারবারিদের সঙ্গে কোন আপোস হবে না। মাদক সমাজকে একেবারে শেষ করে দেয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। স্বাগত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এসএম ফজলুল রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুব হাকিম, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ড্যান্ট মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম প্রমুখ।
×