ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে ৩ খুনের ঘটনায় মামলা ॥ ঘাতকের দায় স্বীকার

প্রকাশিত: ২১:২৯, ১ নভেম্বর ২০২০

কটিয়াদীতে ৩ খুনের ঘটনায় মামলা ॥ ঘাতকের দায় স্বীকার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩১ অক্টোবর ॥ জেলার কটিয়াদীতে একই পরিবারের তিনজনকে খুন করে লাশ মাটি চাপার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত আসাদের বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের ছোট ভাই দ্বীন ইসলাম (৩৫), মা কেওয়ার (৮০), বোন নাজমা আক্তার (৪২) ও ভাগ্নে আল আমিনসহ (২৪) মোট ৯ জনকে চিহ্নিত এবং অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিহত আসাদ মিয়া (৫২), তার স্ত্রী পারভিন আক্তার (৪০) ও তাদের শিশুপুত্র লিয়নের (১২) ময়নাতদন্ত শেষে ওইদিন রাতেই জানাজা শেষে জামষাইট গ্রামের সামাজিক গোরস্তানে লাশ দাফন করা হয়েছে। এদিকে ট্রিপল মার্ডারের দায় স্বীকার করেছে নিহতের ভাই দ্বীন ইসলাম। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকা- ঘটানো হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, জামষাইট গ্রামে গত বৃহস্পতিবার রাতে বসতঘরের আঙ্গিনায় মাটি চাপা দেয়া স্বামী, স্ত্রী ও তাদের ১২ বছরের শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা গেছে, কটিয়াদী উপজেলার বনগ্রাম জামষাইট গ্রামের মৃত মীর হোসেনের ছেলে নিহত ব্যবসায়ী আসাদ মিয়ার সঙ্গে তার ছোট ভাই দ্বীন ইসলামের বাড়ির জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে খুন করা হয় আসাদ মিয়া (৫২), তার স্ত্রী পারভিন আক্তার (৪০) ও তাদের শিশুপুত্র লিয়নকে (১২)। পরে মরদেহ বসতঘরের আঙ্গিনায় মাটি চাপা দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
×