ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাত ও মুখ বেঁধে গৃহবধূকে খুন্তির ছ্যাঁকা

প্রকাশিত: ২১:২৮, ১ নভেম্বর ২০২০

হাত ও মুখ বেঁধে গৃহবধূকে খুন্তির ছ্যাঁকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হাত ও মুখ বেঁধে গ্যাসের আগুনে লোহার খুন্তি গরম করে ছ্যাঁকা দিয়ে স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে পাষ- স্বামী ও তার পরিবারের লোকজন। এমনকি আহত গৃহবধূকে চিকিৎসা না দিয়ে ঘরের মধ্যে আটক করে রাখা হয়। পরবর্তীতে বাবার বাড়ির লোকজনে অবরুদ্ধ করে রাখা আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামের। শুক্রবার সকালে উপজেলা হাসপাতালে শয্যাশয়ী বাহাদুরপুর গ্রামের সদানন্দ সরকারের কন্যা আহত গৃহবধূ সমাপ্তি সরকার জানান, দুই বছর পূর্বে আহুতি বাটরা গ্রামের সদানন্দ বালার পুত্র বিপুল বালার সঙ্গে সামাজিকভাবে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক বছরে একটি সন্তান রয়েছে। সম্প্রতি তাদের দাম্পত্য কলহ দেখা দেয়। তিনি আরও জানান, গত মঙ্গলবার রাতে স্বামী বিপুল বালার সঙ্গে তার ভাইয়ের স্ত্রী ববিতা বালার তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এ সময় তিনি (সমাপ্তি) তার স্বামী বিপুলকে শান্ত করার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে বিপুল ও তার পরিবারের লোকজন সমাপ্তির হাত ও মুখ বেঁধে মারধর করে। একপর্যায়ে গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে লোহার খুন্তি গরম করে সমাপ্তির দু-হাত ও পিঠে ছ্যাঁকা দিয়ে অমানুষিক নির্যাতন করে।
×