ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশিত: ২১:২৭, ১ নভেম্বর ২০২০

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩১ অক্টোবর ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কাইয়াগঞ্জ কামারপাড়া এলাকার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইকের সঙ্গে সংঘর্ষে মোঃ নূরনবী সরকার (৪২) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নের সারাই গ্রামের বাসিন্দা ও পিয়ারাপুর আই জি এম স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানায়, নূরনবী মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ থেকে বাড়ি যাওয়ার সময় কামারপাড়া এলাকায় পৌঁছলে এক ব্যাটারিচালিত অটোবাইকের সঙ্গে সংঘর্ষ হলে রাস্তার পাশে উল্টে পড়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গেইতাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বগুড়া রিফার্ড করেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তিনি মারা যান। সাভারে যুবক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, ভালবাসার সম্পর্ক ছিল প্রায় দুই বছরের। পরিবারের পক্ষ থেকেও বিয়ের কথা চলছিল। শুক্রবার প্রেমিকাকে বাড়ি পৌঁছে দিতে আমিনবাজার আসছিল প্রেমিক। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় পৌঁছলে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় প্রেমিক আবিদুর রহমান। রাজধানীর আজিমপুর এলাকার শামসুল রহমানের ছেলে আবিদুর রহমান (২৭)। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও একটি বায়িং হাউসে কর্মরত ছিল সে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর আজিমপুর থেকে আমিনবাজারের দিকে ধামরাই-গুলিস্তানের একটি বাসে প্রেমিকাকে বাড়ি পৌঁছে দিতে আসছিল আবিদুর। এদিন রাত আটটার দিকে বাসটি আমিনবাজার এলাকায় পৌঁছলে একটি রিক্সার সঙ্গে ধাক্কা লাগে। এরপর চালক ওই স্ট্যান্ডে বাস না থামিয়ে আরও দ্রুত গতিতে সামনের দিকে চলা শুরু করে। এ সময় বেপোরয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে গেলে সামনের দিকে থাকা আবিদুরসহ আরও এক ব্যক্তি গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে নিচে পড়ে যায়। পরে একই বাসের চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়দের সহয়তায় আবিদুরকে এনাম মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঁশখালীতে অটোরিক্সা যাত্রী নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীতে বাস ও অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার পুঁইছড়ি টানা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, উপজেলার পুঁইছড়ি টানা ব্রিজের কাছে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সা চালকসহ চার যাত্রী আহত হয়। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জে এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, শায়েস্তাগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ৯ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৮টা ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার তালুগড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান, ঢাকা থেকে শায়েস্তাগঞ্জগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের।
×