ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবারণা পূর্ণিমা

কক্সবাজারে জাহাজ ভাসা উৎসব আজ

প্রকাশিত: ২১:২৬, ১ নভেম্বর ২০২০

কক্সবাজারে জাহাজ ভাসা উৎসব আজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বৈশ্বিক মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা সমাপ্ত হয়েছে। রাখাইনরা এ পূর্ণিমাকে ‘ওয়া ক্যোয়ে লাব্রে’ নামে অভিহিত করে থাকে। দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রত্যক্ষ করা গেছে বৌদ্ধ পল্লীর ঘরে ঘরে আনন্দ ও উৎসবের আমেজ। সরেজমিনে দেখা গেছে, শহরের বিহারগুলো নবরূপে সাজানো এবং বর্ণিল আলোকসজ্জায় আলোকিত করা হয়েছিল। শুক্রবার শুরু হয়ে শনিবার পর্যন্ত বিহারগুলোতে ধর্মীয় প্রার্থনা, ফানুস ওড়ানো, হাজারো প্রদীপ প্রজ¦ালন, পিঠা উৎসব, অতিথি আপ্যায়নসহ বিভিন্ন আয়োজন ছিল। বিকেলে বৌদ্ধ সম্প্রদায়ের সকলেই নতুন পোশাক ও উন্নতমানের খাবার নিয়ে বিহারে গমন করেন। সেখানে সুখ-শান্তি ও মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় প্রার্থনা করে সবাই। এ সময় বিহার প্যান্ডেল থেকে ধর্মীয় ভাষণ, সঙ্গীত, কোরাস মাইক সাউন্ডবক্স যোগে পরিবেশন করা হয়। অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছেলেরা বিহারে-প্যান্ডেলে সারারাত অবস্থান করে। সমবেত হয়ে রাতে অবস্থানের কারণে তারা এ সময় আনন্দের মাত্রাকে বাড়ানোর জন্য সীমিত পরিসরে বনভোজন আয়োজনও করে থাকে। পূর্ণিমার পূর্ব দিন বিহার ও প্যান্ডেলসমূহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইদিনকে রাখাইনরা ছোত্তেয়েন টাং ক্রি নে বলে থাকে। শহরের পিটাকেট, মোহাজের পাড়া বৌদ্ধ বিহার, জাদিরাং বিহার ও কেন্দ্রীয় মাহাসাংদোগ্রী মন্দিরে গিয়ে দেখা যায়, রাখাইন সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো নজরকাড়া প্রায় ৫০টি নান্দনিক প্যান্ডেল তৈরি হয়। জমকালোভাবে সাজানো হয় প্রতিটি প্যান্ডেল। আজ রবিবার কক্সবাজার সমুদ্র সৈকত ও রামু বাঁকখালী নদীতে জাহাজ ভাসার মধ্য দিয়ে এই উৎসবের সমাপনী হবে।
×