ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতে ভাতিজা খুন

প্রকাশিত: ২১:২৬, ১ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতে ভাতিজা খুন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে চাচার ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম শান্ত (২০) নামে ভাতিজা নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চাচা আক্কাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে নিহত যুবকের মা রোমানা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম শান্ত তারই চাচাত বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি মেনে নিতে পারেনি চাচা আক্কাস আলী। এ নিয়ে সালিশও হয়েছে। এর জের ধরে ঘটনার রাতে ভাতিজা শান্তর ঘরে ঢুকে শান্তকে বুকে ছুরিকাঘাতে করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, চাচা আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সৈয়দপুরে বন্ধুর ঘুষিতে বন্ধু সংবাদদাতা সৈয়দপুর নীলফামারী থেকে জানান, দুই বন্ধুর মধ্যে লুডু খেলা নিয়ে তর্কের সঙ্গে ঘুষাঘুষিতে সাহিদ আহমেদ (২৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের উদুভাষী গোলাহাট-১ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে । এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাহিদ ছিলেন পেশায় নরসুন্দর এবং ওই ক্যাম্পের হাবিব হোসেনের পুত্র। পুলিশ জানায়, ওই ক্যাম্পের হাবিব হোসেনের ছেলে সাহিদ এবং আখলাকের ছেলে সনু মাটিতে দাগ টেনে লুডুর মাধ্যমে জুয়া খেলছিল। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। দুজনের হাতাহাতি হয়। এতে সনুর ঘুষিতে সাহিদের বুকের বাম পাজরে আঘাত লাগে। এ আঘাতে তার মুখ দিয়ে রক্তক্ষরণ হলে লুটিয়ে পড়ে মাটিতে। এ সময় স্থানীয়রা ছুটে এসে সাহিদকে ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কুড়িগ্রামে বৃদ্ধের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমোর নদ থেকে জামাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের পাইকডাঙ্গার চর এলাকার দুধকুমোর নদ থেকে নিহতের লাশ উদ্ধার হয়। নিহত জামাল উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জামাল ছিলেন মানসিক ভারসাম্যহীন। তিন দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সাতক্ষীরায় সেনাসদস্য স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, চন্দ্রশেখর সরকার (২১) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে তালা উপজেলার মাগুরা গ্রামে ওই সেনা সদস্যের বাড়ির পাশে বেসরকারী উন্নয়ন সংগঠন এস.ডি.এফ সংস্থার প্রবেশ পথে গেটের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেনা সদস্য চন্দ্রশেখর সরকার উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ারিং কোরে সৈনিক পদে কর্মরত ছিলেন।
×