ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রি চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ২১:২৩, ১ নভেম্বর ২০২০

ফ্রি চক্ষু চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩১ অক্টোবর ॥ গরিব, দুস্থ ও অসহায় রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের জন্য কিশোরগঞ্জে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শনিবার সকালে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. ফাউন্ডেশনের উদ্যোগে শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী। ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শিব্বির আহমেদ রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিভিল সার্জন মুজিবুর রহমান, সদরের ইউএনও মোঃ আব্দুল কাদির মিয়া, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আ ন ম নৌশাদ খান ও সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক। জেলার বিভিন্নস্থান থেকে চোখের রোগে আক্রান্ত প্রায় এক হাজার নারী-পুরুষ চক্ষু শিবিরে রেজিস্ট্রেশন করেন।
×