ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোহাম্মদপুর ভাঙারির দোকানে বিস্ফোরণের দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: ২১:২২, ৩১ অক্টোবর ২০২০

মোহাম্মদপুর ভাঙারির দোকানে বিস্ফোরণের দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফারুক আহম্মদ (৩৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, ফারুক আহম্মদের শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। তার পুড়ে যাওয়া তাকে বাচাঁনো সম্ভব হয়নি। এ ঘটনায় আরও তিনজন ভর্তি। তাদের অবস্থাও আশংকাজনক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ২৭ অক্টোবর দুপুর ২টার দিকে ওই ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানটির মালিকসহ ৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হচ্ছে, ভাঙারি দোকানের মালিক আব্দুল আলীম (৫০), কর্মচারী আমির হোসেন (৪৫), সাইদুর রহমান (৩৫) ও পাশের দোহর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী কাইউম (৪০), মোঃ সুরুজ (২৫) ও মোঃ রাশেল (২৫)।
×