ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আট ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ২১:২১, ১ নভেম্বর ২০২০

আট ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আট নারীকে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করা জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নওরোজ হিরাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের কাকরধা বাজার মসজিদ মোড়ে স্থানীয় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। সমাবেশে বক্তারা আইনের শাসন কায়েম করতে আট নারীর ধর্ষণকারী নওরোজ হিরাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারসহ তার কঠোর শাস্তির দাবি করেন। উল্লেখ্য, কয়েকদিন পূর্বে ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা মৃত খালেক সিকদারের পুত্র নওরোজ হিরার অসংখ্য অসামাজিক কর্মকা-ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় প্রথম বরিশাল মহানগরীর সাহেবেরহাটের এক যুবক বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মহেশখালীতে যৌন হয়রানি ॥ শিক্ষক আটক নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ৩১ অক্টোবর ॥ কক্সবাজারের মহেশখালীতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হোয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলীস্থ কদমতলী এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত জয়নাল কুমিল্লা জেলার কৃষ্ণপুর এলাকায় ছৈয়দ আহমদের ছেলে। পুলিশ জানান, যৌন হয়রানির শিকার ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
×