ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বদরগঞ্জ থানার ওসি বদলি

প্রকাশিত: ২১:১৬, ১ নভেম্বর ২০২০

অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বদরগঞ্জ থানার ওসি বদলি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩১ অক্টোবর ॥ ভুয়া মোবাইল কোর্ট সাজিয়ে এক কৃষকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রংপুরের বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমানকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। শুক্রবার এ আদেশ জারি করা হয়। এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, তদন্ত করে তার বিরুদ্ধে একটি ভুয়া মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের সত্যতা মিলেছে। তাৎক্ষণিকভাবে শাস্তিমূলকভাবে তাকে কুড়িগ্রামে বদলি করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযোগে বলা হয়, চলতি বছর ১৪ এপ্রিল ওই উপজেলার পাঠানের হাট এলাকার রাস্তা থেকে কৃষক ময়নুল হকের একটি মাটি ভর্তি ট্রলি বদরগঞ্জ থানার এসআই হাবিব আটক করে থানায় নিয়ে যায়। ২৭ দিন পর তাকে জানানো হয় মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১১ মে ওসির কাছে ৫০ হাজার টাকা জমা দিয়ে ট্রলিটি ফেরত নেন ওই কৃষক। কিন্তু কোন রশিদ না দেয়ায় সন্দেহ হওয়ায় ইউএনও অফিসে খোঁজ নিয়ে ওই কৃষক জানতে পারেন তার নামে মোবাইল কোর্টে কোন মামলা হয়নি। মূলত গত ১ মে তারিখে বদরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বদরগঞ্জ থানার মামলা নম্বর ৫০/২০২০ এর অধীনে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া এলাকা থেকে ভেজাল মধু বিক্রি করতে আসা আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন। বদরগঞ্জ থানার জিডির ফাইলে দেখা যায় ১০ই মে ওসি কৃষক ময়নুল হকের নামে একটি জিডি করেন, যেখানে মামলা নং এর পরে ফাঁকা দেখা যায় এবং বলা হয় বালু ব্যবস্থাপনা আইনের ধারায় ওই কৃষকের ট্রলির জন্য ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। পরবর্তীতে ওসি ওই ফাঁকা জায়গায় মামলা নং ৫০/২০ বসিয়ে দেন। এবং ওই কৃষকের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন।
×