ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরের সাফারি পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামীকাল

প্রকাশিত: ১৮:৫৪, ৩১ অক্টোবর ২০২০

গাজীপুরের সাফারি পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামীকাল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দীর্ঘ ২২৫দিন বন্ধ থাকার পর রবিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আবারো দর্শনার্থীদের আগমন উপলক্ষ্যে নানাভাবে সাজানো হচ্ছে পার্ক ও আশেপাশের এলাকা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২০ মার্চ হতে পার্কে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গত ২০ মার্চ হতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত দেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এরপ্রেক্ষিতে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। ২২৫ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য পার্কটি আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে পার্কটি খুলে দেওয়ার চিঠি ইতোমধ্যে এসে পৌছেছে। চিঠিতে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্র সমূহ, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক খুলে দেয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। এদিকে, দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ। ইতোমধ্যে পার্কের কর্মীরা ধোঁয়ামোছার কাজ সম্পন্ন করেছে। পার্কের আশেপাশের এলাকার দোকানপাটের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছেন দর্শনার্থীদের জন্য। সব মিলিয়ে দীর্ঘদিন পর আবারো সরব হয়ে উঠতে শুরু করেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকা।
×