ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেঞ্চুরিতে ফ্লাওয়ারকে ছাড়িয়ে শীর্ষে টেইলর

প্রকাশিত: ১৮:৪৭, ৩১ অক্টোবর ২০২০

সেঞ্চুরিতে ফ্লাওয়ারকে ছাড়িয়ে শীর্ষে টেইলর

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরির পরেও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দলকে জেতাতে পারেননি ব্রেন্ডন টেইলর। তবে ঠিকই এমন এক ইনিংসের পর পেছনে ফেলেছেন নিজ দেশের একজন কিংবদন্তিকে। অ্যান্ডি ফ্লাওয়ারকে ছাড়িয়ে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন টেইলরের। টেইলর গতকাল খেলেছেন ১১২ রানের দুর্দান্ত ইনিংস। আর এর মাধ্যমেই জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অ্যান্ডি ফ্লাওয়ারের ১৬ সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। অ্যান্ডির যেখানে লেগেছে ৩২০ ইনিংস সেখানে টেইলরের ইনিংস সংখ্যা ২৯৮। ওয়ানডেতে অবশ্য শতকের সংখ্যায় আগে থেকেই উপরের নামটা টেইলরের। এই ফরম্যাটে ১১ শতকের বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যালেস্টার ক্যাম্পবেলের শতকের সংখ্যা ৭টি। জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের তালিকার তিন নম্বরের নামটা অ্যান্ডি ফ্লাওয়ারের ছোট ভাই গ্রান্ট ফ্লাওয়ারের। তার শতকের সংখ্যা ১২। তালিকার চার নম্বরে আছেন হ্যামিল্টন মাসাকাদজার। তার ঝুলিতে আছে ১০ শতক।
×