ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

প্রকাশিত: ১৮:৪৫, ৩১ অক্টোবর ২০২০

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ ৪ নবেম্বর প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ২য় বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। শনিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে কর্মসূচি পালনের কথা জানানো হয়। বিএনপি গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ২ নবেম্বর মরহুমের পরিবারের পক্ষ থেকে যশোরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় রান্না করা খাবার বিতরন করা। এ ছাড়া ৫ নবেম্বর জাতীয় প্রেসক্লাবে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভায় সভাপতিত্ব করবেন। বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র নেতারা। এর আগে ৪ নবেম্বর যশোরের দৈনিক লোকসমাজ পত্রিকায় তরিকুল ইসলাম স্মরণে বিশেষ সংখ্যা বের করবে। ৪ নভেম্বর সকাল ১০ টায় যশোর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন মরহুমের কবর জিয়ারতের কর্মসূচি পালন করবে। বেলা ১১ টায় ড্যাব যশোর শাখা দড়াটানা ভৈরব চত্বরে বিনামূল্যে অস্বচ্ছল পরিবারের মাঝে ওষুধ বিতরন করবে। এ ছাড়া যশোর নগর বিএনপি এবং সদর উপজেলা বিএনপির উদ্যোগে যশোর পৌর এলাকা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে বিশেষ দোয়া ও রান্না করা খাবার বিতরন করা হবে। জেলা যুবদল যশোর পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দরিদ্রভোজের আয়োজন করবে। বিকেল ৩টায় যশোর জেলা বিএনপির আয়োজনে স্থানীয় বিডি হলে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। ৬ নবেম্বর যশোর সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন যৌথভাবে দরিদ্রভোজের আয়োজন করবে। একই দিনে মরহুমের পরিবারের পক্ষ থেকে যশোর দড়াটানা মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সন্ধ্যা ৭টায় তরিকুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা।
×