ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবারও রেকর্ডের পাতায় মেসি

প্রকাশিত: ১৮:৩৭, ৩১ অক্টোবর ২০২০

আবারও রেকর্ডের পাতায় মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ আজকাল লিওনেল মেসি আর রেকর্ডবুক যেন সমার্থকই হয়ে দাঁড়িয়েছে! আর্জেন্টাইন তারকা প্রতি ম্যাচে নামলেই কোন না কোন রেকর্ডের পাশে নাম লেখান। য়্যুভেন্তাসের বিপক্ষে এদিনও গড়ে ফেললেন আরো একটি কীর্তি। ম্যাচের একেবারে শেষমুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন লিও। ফলাফল ২-০ তে জিতে মাঠ ছাড়ে তার দল। এরইমধ্যে হয়ে গেছে তার রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে এ নিয়ে ৭৪ ম্যাচে ৭০টি গোল করলেন আর্জেন্টাইন তারকা। ইতিহাসের আর কোনো ফুটবলারের নেই এমন কীর্তি! এদিন আরো একটি মাইলফলকও ছুঁয়েছেন ক্ষুদে জাদুকর। সতীর্থদেরকে দিয়ে গোল করানোর কাজটা নিয়মিতই করে যাচ্ছেন এলএমটেন। য়্যুভেন্তাসের বিপক্ষেও ডেম্বেলের করা গোলটির যোগানদাতা তিনি। মৌসুমে এখন পর্যন্ত ৪টি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এ নিয়ে ৩০০টি গোলে অ্যাসিস্ট করলেন মেসি। চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সবমিলিয়ে ৭টি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন তারকা। এরমধ্যে গোল করেছেন ৩টি। ভিয়ারিয়ালের বিপক্ষে মৌসুমের ১ম ম্যাচেই পান গোলের দেখা। এরপর সেল্টা ভিগো, সেভিয়া ও গেতাফের বিপক্ষে খেলা টানা ৩ ম্যাচে গোলের দেখা পাননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের ১ম ম্যাচে ফেরেঙ্কাভারোর বিপক্ষে গোল করেন মেসি। এবার য়্যুভেন্তাসের বিপক্ষেও গোল করলেন তিনি। সবমিলিয়ে মৌসুমের ৩ গোলের সবক'টিই এলো পেনাল্টি থেকে।
×