ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন মহি!

প্রকাশিত: ১৮:১৯, ৩১ অক্টোবর ২০২০

৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন মহি!

স্পোর্টস রিপোর্টার ॥ নির্বাচনের আগ পর্যন্ত বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের তীব্র সমালোচনায় মুখর ছিলেন মহিউদ্দিন আহমেদ মহি। এবার তাহলে তার সঙ্গে কিভাবে একই কমিটিতে থেকে কাজ করবেন তিনি? এই প্রশ্নে বেমালুম ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন মহি! বললেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে কথনই আমার কোন দূরত্ব ও দ্ব›দ্ব ছিল না। এই অভিযোগ সঠিক নয়। বরং আমি কিছুু বলে থাকলে বরং আমার সেই কথায় ভুল থাকতে পারে। সালাউদ্দিন ব্যর্থ হলে ডেলিগেটরা তাকে এবার কেন বিপুল ভোটে পাশ করালেন? কারণ তিনি যোগ্য ও সফল। আমি একটি ক্লাব চালাই (ব্রাদার্স ইউনিয়ন)। সেই ক্লাবের ডেলিগেটও হয়তো সালাউদ্দিনেই ভোট দিয়েছেন। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই, থাকতে পারে না। উনি বয়সে আমার পিতৃতুল্য।’ বিস্ময়করভাবে একই কথা বলেছেন সালাউদ্দিনও! তার কথা, ‘আমার সঙ্গে কখনই কারোর বিরোধ ছিল না। মতের পার্থক্য থাকত পারে, সেটি ভিন্ন বিষয়। আমরা সবাই ফুটবলের লোক। ফুটবলের উন্নয়নের জন্য সবাই একসঙ্গে কাজ করবো।’ মাত্র চার ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াই করে আবারও বিজয়ী হলেন মহিউদ্দিন আহমেদ মহি। শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহসভাপতি পদের চতুর্থ পদে ভোটের লড়াইয়ে এই জয় পান সমন্বয় পরিষদের প্রার্থী মহি। ৬৭-৬৩ ভোটে তিনি হারান স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালকে। এই জয়ে একই পদে আবারও আসীন হলেন মহি, পক্ষান্তরে এই পদে টানা দু’বার থেকে এবার দৃশ্যপট থেকে বিদায় নিলেন তাবিথ। শনিবারের ভেেেটর মাধ্যমে ২১ পদের মধ্যে সম্মিলিত পরিষদ ১৪ এবং সমন্ব য় পরিষদ ৭টি পদে জিতলো। সমন্বয় পরিষদের ৭ পদের মধ্যে ৬ জনই জেতেন সদস্যপদে। গত ৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল বহুল আলোচিত বাফুফের নির্বাচন। ২১ পদের মধ্যে ২০টি পদের ফল পাওয়া গেলেও একটি পদে ফলের কোন নিষ্পত্তি হয়নি। চারটি সহসভাপতি পদের মধ্যে একটিতে টাই হয়। মহি এবং তাবিথ আউয়াল দুজনেই পান সমান ৬৫টি করে ভোট। ফলে টাই হওয়াতে ফলে নিয়ম অনুযায়ী এই পদের ফল নিষ্পত্তির জন্য আবারও ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয় ৩১ অক্টোবর। এদিন নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন ফল আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। শনিবারের নির্বাচনে ১৩৯ ভোটারের মধ্যে ১৩০ ভোটার ভোট দেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় (পদের সংখ্যা কম বিধায় ভোটগ্রহণের সময়ও কমিয়ে আনা হয়)। * এক নজরে বাফুফের নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি \ সভাপতি : কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি : আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি : ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক, মহিউদ্দিন আহমেদ মহি; সদস্য : জাকির হোসেন চৌধুরী, আবদুল ওয়াদুদ পিন্টু, বিজন বড়ুয়া, আরিফ হোসেন মুন, নুরুল ইসলাম নুরু, মাহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, মাহফুজা আক্তার কিরণ, হারুনুর রশিদ, আমের খান, সাইফুল ইসলাম ও মহিদুর রহমান মিরাজ।
×