ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আনন্দ কনফেকশনারিকে দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৮:১৮, ৩১ অক্টোবর ২০২০

আনন্দ কনফেকশনারিকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার সাতরওজা এলাকায় আবুল হাসনাত রোডে ‘আনন্দ কনফেকশনারি’তে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। আনন্দ কনফেকশনারি’তে মোবাইল কোর্ট পরিচালনা বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষেও অভিযানকালে মোড়কিকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ব্যতিত খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী বেকারি কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছে। এসময় বেকারি কর্তৃপক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনের প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান সিকদার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
×