ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ্যালবাম করার চেয়ে ওয়াইন খাওয়া ভালো ॥ অ্যাডেলে

প্রকাশিত: ১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০

অ্যালবাম করার চেয়ে ওয়াইন খাওয়া ভালো ॥ অ্যাডেলে

অনলাইন ডেস্ক ॥ ব্রিটিশ গায়িকা অ্যাডেলে গানের ভক্ত বিশ্বব্যাপী। তার গান প্রকাশ মানেই যেনো শ্রোতা প্রিয়তা। এই গানের জন্য স্বীকৃতিও কম মেলেনি তার। গ্র্যামি পুরস্কারের আসরে তার জয়জয়কার দেখা গেছে অনেকবারই। এই গায়িকাই কিনা মন্তব্য করলেন অ্যালবাম করার চেয়ে এক গ্লাস ওয়াইন খাওয়া ভালো! সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ গায়িকা। সেখানেই অ্যাডেল ঠাট্টাচ্ছলে বললেন, আমার নতুন অ্যালবামের কাজ এখনো শেষ হয়নি। আসলে এখন মনে হয় অ্যালবাম করার চেয়ে মাথায় পরচুলা পরা কিংবা এক গ্লাস ওয়াইন খাওয়া ভালো!' ৩২ বছর বয়সী অ্যাডেলের প্রথম অ্যালবাম বের হয় ২০০৮ সালে। অ্যালবামটির শিরোনাম '১৯'। এরপর ২০১১ সালে '২১' ও ২০১৫ সালে '২৫' শিরোনামে নিজের দ্বিতীয় ও তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন তিনি। এরপর আর কোন অ্যালবাম নেই। নতুন অ্যালবাম প্রকাশ বিষয়ক প্রশ্নেই ওই কথাগুলো বললেন অ্যাডেলে। এদিকে অ্যাডেলে ভক্তরা বেজায় খুশি তার উপর। কারণ ক্যারিয়ারের শুরু থেকেই কিছুটা সাস্থ্যবাদ অ্যাডেলে এখন বেশ ছিপছিপে হয়ে হাজির হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওজন ঝরিয়ে ফেলে একেবারে ছিপছিপে অচেনা অ্যাডেলে হয়েই হাজির হচ্ছেন। সূত্র: কাভার মিডিয়া
×