ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিষখালী-বলেশ্বরে অভিযান, অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ১৯:০৬, ৩০ অক্টোবর ২০২০

বিষখালী-বলেশ্বরে অভিযান, অবৈধ জাল জব্দ

সংবাদদাতা,পাথরঘাটা ॥ বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী , বলেশ্বর নদীতে মা ইলিশ রক্ষায় পাথরঘাটা কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও সাংবাদিকদের যৌথ আভিযানে অবৈধ চরগড়া, জাটকা জাল ও একটি মাছধরা ট্রলার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ১০ হাজার মিটার চরগড়া, ৮৫ হাজার মিটার জাটকা জাল ও একটি ট্রলার জব্দ করেন তারা। তবে এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা এর মাধ্যমে ভ্রাম্যমান আদালতে ট্রলারটিকে ৫ হাজার টাকা জরিমানা ও জাল গুলো পুরে ধ্বংস করার অনুমতি দেয়া হয়। কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা ষ্টেশনের পেটি অফিসার মো. জাহিদ জানান, নিয়মিত অভিযানের সময় আমরা বিষখালী ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৮৫ হাজার জাটকা জাল, ১০ হাজার মিটার চরগরা ও একটি ট্রলার জব্দ করা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রলারটির জরিমানা করি ও জাল গুলো পুরে ফেলা হয়।
×