ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে গণধর্ষণের পর কিশোরী ৫ মাসের অন্তঃস্বত্ত্বা, গ্রেফতার ৫

প্রকাশিত: ১৮:২৫, ৩০ অক্টোবর ২০২০

সিদ্ধিরগঞ্জে গণধর্ষণের পর কিশোরী ৫ মাসের অন্তঃস্বত্ত্বা, গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদতলীর উত্তরপাড়া গ্যাস লাইন এলাকায় এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গণধর্ষণের পর ওই কিশোরী ৫ মাস ৪ দিনের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে সিদ্ধিরগঞ্জ থানায় ৫ মাস পর মামলা দায়ের করা হয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ জনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফকৃতরা হলো- মোঃ উজ্জ্বল রানা (২০), তাজেল ইসলাম (১৬), মোঃ জালাল (২১), আব্দুল আজিজ হাওলাদার (৫৫) ও বিলকিস হাওলাদার। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বাদী ও তার স্বামী সন্তানদের নিয়ে গত ২৮ অক্টোবর পর্যন্ত উল্লেখিত অভিযুক্তদের সঙ্গে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত ২৮ অক্টোবর তারা বাড়িটি পরিবর্তন করে তাদের বর্তমান ঠিকানায় ভাড়াটিয়া হিসেবে চলে আসেন। এর আগে গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় ভুক্তভোগী কিশোরী তাদের রুমের পাশে দাঁড়াইয়া ছিলেন। এ সময় আসামি জালাল ও বিলকিস হাওলাদার ওই কিশোরীকে কথা বলার জন্য বিলকিসের ঘরে ডেকে নিয়ে যায়। পরে আসামি উজ্জ্বল রানা ও তাজেল ইসলামকে রুমে ডেকে এনে কিশোরীর সঙ্গে রেখে বাইরে চলে যায় তারা। দরজা বন্ধ করে উজ্জ্বল রানা ও তাজেল ইসলাম ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ফলে কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিলকিস দোকান থেকে ওষুধ কিনে এনে কিশোরীকে খাওয়ায়। এরপর সে কিছুটা সুস্থ হলে আব্দুল আজিজ হাওলাদার, বিলকিস ও জালাল কিশোরীকে ভয়ভীতি দেখায়। লজ্জায় এবং ভয়ে গণধর্ষণের ঘটনা সে কাউকে কিছুই জানায়নি। কিন্তু বৃহস্পতিবার ভুক্তভোগী কিশোরী অসুস্থতা অনুভব করলে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় সে ৫ মাস ৪ দিনের অন্ত:স্বত্তা। পরে এ ঘটনার ৫ মাস পর সিদ্ধিরগঞ্জ থানায় ওই কিশোরীর মা অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ জনসহ ৫ জনকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
×