ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

প্রকাশিত: ১৬:২৪, ৩০ অক্টোবর ২০২০

মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

অনলাইন ডেস্ক ॥ মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার মাউশি’র ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। জানা গেছে, ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এরপর তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদফতরে পাঠানো হয় এই সিলেবাস। সূত্র জানায়, আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১ নবেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নবেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dshe.gov.bd- এ সিলেবাস পাওয়া যাবে।
×