ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি পরীক্ষার সিদ্ধান্ত শীঘ্রই ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০১:৩৬, ৩০ অক্টোবর ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি পরীক্ষার সিদ্ধান্ত শীঘ্রই ॥ শিক্ষামন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং কারিগরি শিক্ষার পরীক্ষাগুলোর বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রেস ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল যুক্ত ছিলেন। খবর অনলাইনের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং কারিগরি শিক্ষার পরীক্ষাগুলো নিয়ে আমরা শীঘ্রই সিদ্ধান্ত জানাতে পারব। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার টেস্ট, প্রি-টেস্ট পরীক্ষার্থীদের সীমিত পরিসরে ক্লাসে নিয়ে আসতে পারি। তখনই এই বিষয়গুলো সহজ করতে পারব, জানাতে পারব। টেস্ট ও প্রি-টেস্ট দুটি পরীক্ষা হবে না, একটা পরীক্ষা অন্তত নিয়ে তাদের পরীক্ষায় পাঠাব।’ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের না নিয়ে আসতে পারলেও এ্যাসেসমেন্ট হবে। তবে কিভাবে এ্যাসেসমেন্ট হবে সেটি আমরা পরে জানিয়ে দেব। হয় টেস্ট পরীক্ষা হবে, না হয় এ্যাসেসমেন্ট হবে। অনলাইন প্রেস ব্রিফিংয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোমেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান যুক্ত ছিলেন। প্রেস ব্রিফিং সঞ্চলনা করেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
×