ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬৪ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু হবে ১০ নবেম্বর থেকে

প্রকাশিত: ০১:৩৬, ৩০ অক্টোবর ২০২০

৬৪ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু হবে ১০ নবেম্বর থেকে

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী ১০ নবেম্বর থেকে দেশের সব জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদফতর। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। খবর বিডিনিউজের। বৈঠকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সার্বিক কার্যক্রমের একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ৪৭ জেলায় এ সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়। ই-পাসপোর্ট চালুর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ বলে সরকারের পক্ষ থেকে সেই সময় জানানো হয়। বাংলাদেশে হাতে লেখা পাসপোর্ট থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি প্রবর্তনের পর এক দশকও পার হয়নি। কিন্তু এমআরপির ডেটাবেজে ১০ আঙ্গুলের ছাপ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এক ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট করার ঘটনা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে নাগরিক ভোগান্তি কমাতে এবং একজনের নামে একাধিক পাসপোর্ট করার প্রবণতা বন্ধ করতে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করতে উদ্যোগী হয় সরকার। ২০১৮ সালের ২১ জুন প্রকল্পটি একনেকের সায় পায়।
×