ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ইইউ’র সহায়তার প্রশংসা করেছে ইউএনএইচসিআর

প্রকাশিত: ০১:৩৬, ৩০ অক্টোবর ২০২০

রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ইইউ’র সহায়তার প্রশংসা করেছে ইউএনএইচসিআর

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গা ও কক্সবাজারে বাংলাদেশী আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য তাদের সহায়তা কর্মসূচীতে ১৪ মিলিয়ন ইউরো দেয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রশংসা করেছে। খবর বাসসর। বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি স্টিভ করলিস বলেন, ‘বর্তমান নজিরবিহীন ও চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ সরকারকে সহায়তার লক্ষ্যে আমাদের জীবন রক্ষাকারী ও জরুরী কাজ এবং সার্বিক মানবিক সাড়া প্রদান রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য ইইউ’র অব্যাহত সহায়তা ও অঙ্গীকার ছাড়া সম্ভব হতো না।’ বৃহস্পতিবার ইউএনএইচসিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সাল থেকে ইউএনএইচসিআর বাংলাদেশের জন্য দীর্ঘ সময় ধরে সহায়তা প্রদানকারীদের মধ্যে ইইউ হচ্ছে অন্যতম। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন রাষ্ট্রদূত রেন্সিয়ে তিরিঙ্ক বলেন, ‘ইউএনএইচসিআরকে দেয়া এই অর্থ সহায়তা প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের মাধ্যমে বাংলাদেশের অব্যাহত মহানুভবতা ও মানবিক সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান।’
×