ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আর্মেনিয়ার মিসাইল হামলায় নিহত ২১

প্রকাশিত: ২৩:৩৯, ৩০ অক্টোবর ২০২০

আর্মেনিয়ার মিসাইল হামলায় নিহত ২১

আর্মেনিয়ার একাধিক মিসাইল হামলায় নাগোরনো কারাবাখ সীমানার একটি গ্রামে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। বুধবার রাতের ওই হামলনায় অসংখ্য মানুষ আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আর্মেনিয়া কর্তৃপক্ষ আজারবাইজানের ওই দাবি অস্বীকার করেছে। খবর আলজাজিরা ও এপির। এদিন আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেছে, নাগোরনো-কারাবাখ অঞ্চলে জনবসতিপূর্ণ এলাকায় মিসাইল আক্রমণ চালিয়েছে আজারবাইজান। তবে আর্মেনিয়ার তরফে হতাহতের কোন নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তবে হামলার সত্যতা দাবি করে আজারবাইজান সরকারের মুখপাত্র বলেন, আর্মেনিয়া আজারবাইজানের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় নাগোরনো-কারাবাখের কাছে একটি অঞ্চলে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। অহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×