ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবসরের কথা ভাবছেন না মামুনুল

প্রকাশিত: ২৩:২৮, ৩০ অক্টোবর ২০২০

অবসরের কথা ভাবছেন না মামুনুল

স্পোর্টস রিপোর্টার ॥ মামুনুল ইসলাম। অভিজ্ঞ ও এ্যাটাকিং মিডফিল্ডার। লাল-সবুজের জার্সিতে খেলছেন ১৩ বছর ধরে। খেলেছেন ৬১টি আন্তর্জাতিক ম্যাচ। এবার তুলে রাখতে চান জার্সি ও বুটজোড়া। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল জাতীয় দল থেকে অবসর নিতে চান তিনি। অনেকেই ধারণা করেছিলেন নেপালের বিপক্ষে আসন্ন দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মামুনুল। কিন্তু না মামুনুল জানিয়েছেন, প্রীতি ম্যাচ নয়, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই জাতীয় দলকে বিদায় জানাতে চান তিনি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি এ প্রসঙ্গে বলেন, ‘চেষ্টা থাকবে মাঠ থেকে খেলেই অবসর নিতে। অনেকেই বলেছেন ফ্রেন্ডলি ম্যাচে নয়, ফাইট ম্যাচ খেলে অবসর নিতে। আমিও সেটাই বিবেচনা করছি। আমার হাতে আরও সময় আছে। এই সময়ের মধ্যে ফেডারেশন কাপ আছে, লীগও শুরু হয়ে যাবে। এরপরও বাংলাদেশ কিছু প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলবে। ওই ম্যাচ খেলেই অবসর নিতে চাই।’ মামুনুল আরও যোগ করেন, ‘অবশ্য আমার এই ইচ্ছে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন আমার ফর্ম-ফিটনেস থাকবে এবং টিম ম্যানেজমেন্ট আমাকে দলে খেলানোর যোগ্য মনে করবে। তবে আমার ওপর কোন চাপ নেই।’ জাতীয় দলের অনুশীলনে বসুন্ধরা কিংসের ১৪ ফুটবলারকেই ফিটনেসের ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়ে রাখছেন মামুনুল। কারণ কিংসের ফুটবলাররা টানা প্রায় দু’মাস তাদের ক্লাবের অধীনে কঠোর অনুশীলনে ছিল, যেটা অন্য ক্লাবের ফুটবলাদের ছিল না। কিংসের ফুটবলারদের যদি ৯০ শতাংশ ফিটনেস থাকে বাকিদের আছে ৬০ বা ৭০ শতাংশ। তবে আশা করছি বাকি ক’দিনের অনুশীলনে এই পার্থক্য কমে আসবে।’ ফুটবলের প্রাণ দর্শকরা। মামুনুল চান করোনার মধ্যে স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনেই যেন দর্শকরা মাঠে খেলা উপভোগ করতে আসেন। সেই সঙ্গে মনে করেন ‘ঘরের মঠে খেলাটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এটাকে কাজে লাগাতে হবে নেপালের বিরুদ্ধে। ৪০ হজার ধারণক্ষমতার স্টেডিয়ামে অন্তত ১০ হাজার দর্শক আশা করছি।’
×