ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, রাশফোর্ডের রেকর্ড হ্যাটট্রিকে ম্যানইউর টানা দ্বিতীয় জয়, কিনের জোড়া গোলে প্রথম জয় পিএসজির

বার্সিলোনার জয়, জুভেন্টাসের তিন গোল বাতিল

প্রকাশিত: ২৩:২৭, ৩০ অক্টোবর ২০২০

বার্সিলোনার জয়, জুভেন্টাসের তিন গোল বাতিল

জাহিদুল আলম জয় ॥ বহুদিন পর দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু সিআর সেভেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেটা আপাতত হয়নি। এরপরও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে জুভেন্টাস ও বার্সিলোনার লড়াইটা বেশ উপভোগ্য ও জমজমাট হয়েছে। বুধবার রাতে ‘জি’ গ্রুপের ঘটনাবহুল ম্যাচে স্বাগতিক জুভদের ২-০ গোলে হারিয়েছে সফরকারী স্প্যানিশ ক্লাব বার্সা। তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে কাতালানদের হয়ে গোল দু’টি করেন ফরাসী ফরোয়ার্ড উসমান ডেম্বেলে ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আগের ম্যাচগুলোর মতো এ ম্যাচেও পেনাল্টি থেকে গোল করেছেন এলএম টেন। রোনাল্ডোকে ছাড়াও জুভেন্টাস ম্যাচে বেশ স্বপ্রতিভ ছিল। কিন্তু দলটির তিন তিনটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়েছে। তিনবারই গোল করেছিলেন জুভদের স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাটা। ঘটনাবহুল ম্যাচের ১৪ মিনিটে মেসির ক্রস থেকে স্বাগতিকদের দু’জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বার্সাকে এগিয়ে দেন ডেম্বেলে। কিছুক্ষণ পর মোরাটা তুরিনের ওল্ডলেডিদের হয়ে বল জালে জড়ালেও ভিএআর প্রযুক্তিতে অফসাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়। বিরতির পরপরই জুয়ান কুয়ারডাডোর ক্রস থেকে মোরাটা আবারও গোল করেন। কিন্তু এবারও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ৫৫ মিনিটে তৃতীয়বারের মতো ভিএআর প্রযুক্তি জুভেন্টাসের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। তিনটি গোল বাতিল হওয়ায় নিদারুণ হতাশা ভর করে স্বাগতিক শিবিরে। যার ফলশ্রুতিতে ৮৫ মিনিটে মাথা গরম করে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের ডিফেন্ডার ডেমিরাল। এরপর ম্যাচের ইনজুরি সময় (৯০+১ মিনিট) আনসু ফাতিকে ডি বক্সে ফেডেরিকো বার্নারডেশি ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। স্পট কিক থেকে বার্সার জয় নিশ্চিত করেন মেসি। চ্যাম্পিয়ন্স লীগে এটি বার্সা অধিনায়কের ১১৭ নম্বর গোল। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে বার্সিলোনা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জুভেন্টাস। ম্যাচশেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেন, এটা পুরো মৌসুমে আমাদের সেরা ম্যাচ। ইউরোপের গুরুত্বপূর্ণ একটি দলের বিরুদ্ধে এটা অনেক বড় জয়। আমরা নিজেদের প্রমাণের জন্যই এখানে (তুরিন) খেলতে এসেছি। ম্যাচটি নিয়ে আমি খুব খুশি। খেলোয়াড়রা যেভাবে মানসিকভাবে দৃঢ়তা দেখিয়েছে তা ভবিষ্যতে কাজে আসবে। সত্যিকার অর্থেই এটা অসাধারণ একটি জয়। অন্যদিকে জুভেন্টাসের নতুন কোচ হিসেবে আন্দ্রে পিরলোর এটাই প্রথম হার। জুভেন্টাসের খেলোয়াড় হিসেবে সর্বশেষ ম্যাচেও তিনি ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বার্সিলোনার কাছে পরাজিত হয়েছিলেন। ম্যাচশেষে পিরলো বলেন, আমরা জানতাম এটি একটি কঠিন ম্যাচ। এই ম্যাচে তাদের দলে বেশি অভিজ্ঞ খেলোয়াড় ছিল। অন্যদিকে আমরা নিজেদের পুনর্গঠনের পর্যায়ে আছি। আমাদের আরও উন্নতির প্রয়োজন আছে। আশা করছি অন্য খেলোয়াড়দের খুব দ্রুতই দলে ফিরে পাব। আমার হাতে আর কোন উপায় ছিল না। যাদের মূল একাদশে খেলিয়েছি মোটামুটি তাদের দিয়েই ৯০ মিনিট শেষ করতে হয়েছে। এ ধরনের ম্যাচে যা খুবই কষ্টকর। ‘এইচ’ গ্রুপে দারুণ ছন্দে এগিয়ে চলেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। টানা দ্বিতীয় জয়ের পথে পরশু রাতে রেড ডেভিলসরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে। গ্রুপের আরেক ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে আসরের বর্তমান রানার্সআপ ও ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। প্যারিসের পরাশক্তিরা ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাকসেরকে। পিএসজির হয়ে গোল দু’টি করেন ধারে খেলতে আসা ইতালিয়ান তরুণ মোয়েস কিন। ওল্ডট্র্যাফোর্ডে ম্যাচের শেষ ১৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ম্যানইউর মার্কাস রাশফোর্ড। দলটির হয়ে বাকি গোল দু’টি করেন ম্যাসন গ্রিনউড ও এ্যান্টোনিও মার্শিয়াল। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে মাত্র একজন খেলোয়াড়েরই বদলি হিসেবে নেমে হ্যাটট্রিকের রেকর্ড ছিল। সেই খেলোয়াড়ের নাম ওলে গানার সোলসজায়ের। ১৯৯৯ সালে ইংলিশ প্রিমিয়ার লীগে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে কীর্তিটি গড়েছিলেন তিনি। কাকতালীয় বিষয় হচ্ছে সেই সোলসজায়ের এখন ম্যানইউর কোচ। গুরুকে সাক্ষী রেখেই বদলি হিসেবে নেমে দুর্দান্ত হ্যাটট্রিক করেন রাশফোর্ড। ৬৩ মিনিটে বদলি হিসেবে নেমে ম্যাচের ৭৪, ৭৮ ও ৯০+২ মিনিটে গোল তিনটি করেন ২২ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।
×